রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

আমাদের শেষ দেখা হলোই না

প্রতিবেদক
newsupload
নভেম্বর ২৪, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্যদিয়ে শোবিজে পা রাখেন তিনি। আর এই সিনেমার নির্মাতা শাহ আলম মণ্ডল। গতকাল শনিবার না ফেরার দেশে পাড়ি জমান এই নির্মাতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।

শাহ আলম মণ্ডলের মৃত্যুতে স্তব্ধ পরী নিজেও। আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

পরীর পোস্টের মন্তব্যে সুলতানা নামে এক ভক্ত লিখেছেন, ‘এই সুন্দর পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু থেকে যাবে আমাদের কর্মফল।’ আরেকজনের ভাষ্য, ‘আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক।’

উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে সিনেমায় পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ সিনেমাতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন এবং এফআই মানিকের সঙ্গেও। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

এদিকে, গতকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শাহ আলম মণ্ডল।

পারিবারিক সূত্র জানা যায়, অসুস্থতার কারণে তাকে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় অন্য একটি হাসপাতালে। এভাবে ৫ হাসপাতাল ঘুরে গেল শুক্রবার এই পরিচালককে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। পরিস্থিতির অবনতি হলে গতকাল ভোরে নির্মাতাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর সবাইকে কাঁদিয়ে সন্ধ্যায় পাড়ি জমান না ফেরার দেশে।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ