রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নৃশংস হামলায় অসহায় আলী হোসেনের বাড়িঘর ধ্বংস

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ২, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকোনা গ্রামে এক বিভীষিকাময় হামলায় আলী হোসেন (পিতা মৃত: মঈন উদ্দীন)-এর বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দলবল।

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি আব্দুল কাদির, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ইউনুস আহমদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একদল সন্ত্রাসী শনিবার গভীর রাতে আলী হোসেনের বাড়িতে হামলা চালায়।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে ২০–২৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে আলী হোসেনের বাড়িতে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা দরজা-জানালা ভাঙচুর শুরু করে, ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, চাল-ডাল, পোশাক, এমনকি শিশুদের পড়াশোনার বই পর্যন্ত ছিঁড়ে ফেলে দেয়। হামলাকারীরা ঘরে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

আলী হোসেনের আত্মীয় স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা ওদের কিছুই বলিনি। হঠাৎ রাতের অন্ধকারে লাঠি-শাবল নিয়ে ঘরে ঢুকে সব ভেঙে দিলো। বাচ্চাগুলোকে কোলে নিয়ে মাঠে দৌড় দিছি। এখন থাকার মতো জায়গাও নাই।”

আলী হোসেন বলেন, “বছরের পর বছর ধরে ওদের নির্যাতন সহ্য করছি। ইউনিয়ন সভাপতি আব্দুল কাদির আর সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদের লোকজন সব সময় হুমকি দেয়। আজ আমার ঘরবাড়ি শেষ। আমি এখন একেবারে অসহায়।”

গ্রামবাসীর একাংশ জানায়, আলী হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলের চাপে মানবেতর জীবনযাপন করছে। হামলার পর স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ ঘটনাস্থলে যাননি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, এই ঘটনাটি কেবল একটি পারিবারিক হামলা নয় — বরং গ্রামীণ ক্ষমতার রাজনীতির এক ভয়াবহ চিত্র। যেখানে একজন সাধারণ মানুষ, আলী হোসেন, এখন একেবারে নিঃস্ব ও আশ্রয়হীন।

সর্বশেষ - জাতীয়