রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

প্রবাসে থেকেও দেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাব্বির: বড় ভাই হাবিবুরের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ekhonsongbad
আগস্ট ১০, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক সাব্বির বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলা ও অভিযোগে জর্জরিত রয়েছেন। এমন অভিযোগ করেছেন তার বড় ভাই হাবিবুর রহমান। তিনি রোববার (১০ আগস্ট ) সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ব্রাম্মনগাঁও, সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে লেক সিটি, আখালিয়া, সিলেটের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সমাজসেবামূলক কাজে সক্রিয়। দেশে না থেকেও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমরা মনে করি, এটি পূর্বপরিকল্পিত একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যা আমাদের পুরো পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।”
সংবাদ সম্মেলনে সাব্বিরের আইনজীবী অ্যাডভোকেট মো: কামরুল হুসাইন এর লিখিত বক্তব্যও পাঠ করেন হাবিবুর, যেখানে বলা হয়েছে:
“২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে কেন্দ্র করে সামাজিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে আমার মক্কেল এনামুল হক সাব্বিরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা এবং পেনাল কোড ১৮৬০ এর  ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/৩২৬/ ৩০৭/ ১১৪ /৩৪ ধারায় কোতোয়ালী থানায় দুটি মামলা (জি.আর নং ৩৭৭/২০২৪৪০১/২০২৪) দায়ের করা হয়েছে। মামলার সময়ের অনেক বছর আগে থেকেই সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, যা প্রমাণিত।”
আইনজীবী আরও উল্লেখ করেন, “শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে একটি বিশেষ মহল পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে এবং তার বাড়িও নজরদারিতে রয়েছে। এমন পরিস্থিতিতে দেশে ফিরে আসা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
অ্যাডভোকেট মো: কামরুল হুসাইন আরও সতর্ক করে বলেন, “যদি সাব্বিরকে দেশে গ্রেফতার করা হয়, তাহলে তাকে আজীবন কারাদণ্ড এবং অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে পারে। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় আমি তাকে দেশে না ফেরার পরামর্শ দিচ্ছি।”
সাব্বিরের পরিবার এ সময় সাংবাদিক সমাজসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। হাবিবুর রহমান বলেন, “আমরা চাই সত্য উদঘাটিত হোক এবং বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হোক। কোন প্রবাসী যেনো এমন প্রতিহিংসার স্বীকার না হয়। গণমাধ্যম ও সচেতন সমাজ এগিয়ে এলে অন্যায়ের প্রতিকার সম্ভব।”

সর্বশেষ - জাতীয়