সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী সম্মাননা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী ভাইদের পক্ষে প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন লিগ্যাল রাইট ফাইটিং অর্গানাইজেশন, সিলেট বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলাল।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খান, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম), সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার আলম, সিলেট জেলার পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ভুবন জয় আচার্জী, প্রবাসী কাউন্সিলর আয়াস ভাই, প্রবাসী বাসন ভাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরে তাঁদের ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসেবে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন। বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।
এদিকে, একই দিনে সন্ধ্যা ছয়টায় সিলেট সার্কিট হাউজে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


















