শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

গুগল প্লে স্টোরে যোগ হচ্ছে ‘কনটিনিউ প্লেয়িং’

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ৮, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

গুগল প্লে স্টোরে ‘কনটিনিউ প্লেয়িং’ নামের নতুন একটি বিভাগ হতে যাচ্ছে।। বিভাগটিতে ক্লিক করলেই গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে নামানো গেমগুলো সর্বশেষ কবে খেলা হয়েছে সেটা জানা যাবে।
গুগল প্লে স্টোর থেকে নিয়মিত নতুন গেম নামান অনেকেই। কিন্তু গেম নামানোর পর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে সেই গেমটি খেলার কথা ভুলে যান কেউ কেউ। এ সমস্যার সমাধান করতেই গুগল প্লে স্টোরে কনটিনিউ প্লেয়িং বিভাগটি চালু করা হচ্ছে। এর ফলে যন্ত্রে থাকা বিভিন্ন গেম খেলার ইচ্ছা না হলে সেগুলো দ্রুত মুছে ফেলা যাবে। প্রাথমিকভাবে গুগল প্লে স্টোরের ৪৩.৪.২৩-৩১ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
গুগলের তথ্যমতে, কনটিনিউ প্লেয়িং বিভাগে ব্যবহারকারীর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে থাকা সব গেমের তালিকা ও নামানোর তারিখ দেখা যাবে। এমনকি একটি ‘প্লে’ বাটনও থাকবে। এর ফলে বাটনটিতে ট্যাপ করে গুগল প্লে স্টোর থেকেই গেমটি চালু করা যাবে। নতুন এ সুবিধার পাশাপাশি শিগগিরই প্লে স্টোরে ‘ডাউনলোড ম্যানেজার’ নামে আরও একটি বিভাগ চালু করতে যাচ্ছে গুগল। বিভাগটি চালু হলে সর্বশেষ নামানো সব অ্যাপের তালিকাও দেখা যাবে।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ