মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

চার দশকের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
newsupload
ডিসেম্বর ১০, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

আঙ্গিক বা পৃষ্ঠা দিয়ে একটি বইয়ের সঠিক মূল্যায়ন করা যায় না। বইটিতে তথ্য উপাত্য কতটা গভীর এবং কালের সাক্ষী তারই আলোকে বইটির মূল্যায়ন করতে হয়। বাবুল আহমদের চার দশকের গল্প বইটিতে পৃষ্ঠাসংখ্যা কম হলেও এতে যে সময়কাল এবং তার তথ্য বিধৃত হয়েছে তা আগামির ইতিহাস সন্ধানীদের আকৃষ্ট করবে” অভিনয়শিল্পী ও নাট্যকার বাবুল আহমদ রচিত ‘চার দশকের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনার সভার প্রধান অতিথি দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে সিলেট একটি সমৃদ্ধ এলাকা কিন্তু উপযুক্ত সংরক্ষণ ও চর্চার অভাবে তা ক্রমশ: বিলীন হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে সেই ইতিহাস খুঁজে বের করে তার যথাযথ সংরক্ষণ ও প্রকাশনার মাধ্যমে আগামি প্রজন্মের কাছে পৌছে দিতে হবে।

বেতার নাট্যকার-নাট্যনির্দেশক ফোরাম সিলেটের আয়োজনে ও সিলনেট মিডিয়ার তত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শামছ উদ্দিন প্রিন্সিপাল মুহিবুর রহমান একাডেমি সিলেট, আলোচক কবি ও ভাস্কর লিটল ম্যাগ সম্পাদক পুলিন রায়, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেট ও বিশ্ববাংলা সম্পাদক মুহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, অভিনয়শিল্পী ও নাট্যকার এনামুল মুনীর, সভাপতিত্ব করেন বেতার নাট্যকার-নাট্যনির্দেশক ফোরাম সিলেটের সভাপতি নাট্যজন সুদ্বীপ চৌধূরী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাবুল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এ কে শেরাম, আব্দুল ওহাব খসরু, আব্দুস সবুর মাখন, চৌধুরী আমিরুল হোসেন, গোলাম সারওয়ার, কবি শাহেদা রসিদ পপি, মুনিরা সিরাজ চৌধুরী রাজু, জাহান আরা জায়গীরদার, অভিনয়শিল্পী নুর জাহান জেসমীন, খোয়াজ রহিম সবুজ, কলমিষ্ট মুহাম্মদ আব্দুল হক, গীতিকবি হরিপদ চন্দ, হৃষিকেশ রায় শংকর, হেলাল আহমদ, মোঃ নুরে আলম সোহাগ, আব্দুল্লাহ্ আল জুনাইদ, জুবের আহমদ সার্জন, মো: হাফিজুর রহমান, কবি মোঃ আরজু মিয়া, প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রোটারিয়ান রিপন মিয়া।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ