বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

মাহমুদুর রহমানই বিএনপি নেতা হারিছ চৌধুরী

প্রতিবেদক
ekhonsongbad
ডিসেম্বর ৪, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও আলোচিত বিএনপি নেতা হারিছ চৌধুরীর ডিএনএ টেস্ট তার পরিবারের সঙ্গে মিলেছে।
এমন প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার (৪ ডিসেম্বের) পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করার অনুমতি দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
সাভারের একটি মাদ্রাসার কবরে ‘মাহমুদুর রহমান’ নামে কবর দেয়া হারিছ চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট।
নির্দেশ অনুসারে, গত ১৬ অক্টোবর মরদেহটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। পরে হারিছ চৌধুরীর ডিএনএ নমুনা সংগ্রহ করে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ