সরওয়ার ফারুকী :
খুব ভোরে উঠলাম
খালি পায়ে ছুটলাম—
ঢলঢলে চোখ তবু পায়ে ওঠে ছন্দ
মনে ওড়ে বাতাসের ঘাস-ছোঁয়া গন্ধ।
ফজরের ফরজেতে নিয়মিত যাওয়া হয়
ঘুম-সুখে বিছানায় মাঝে-মাঝে ভোর হয়
সুখ ভেবে দুখ-পাখি ঘুম-ঘোরে ঝাপটায়
আজানের সুর এসে জানালায় দোল খায়।
খুব ভোরে উঠলাম
জোরে-জোশে হাটলাম
শরাবুন তাহুরায় মন ভরে চাখলাম।
কী-যে সুখ ঢালে রোজ দূরভাষী বন্দে—
কেঁপে-কেঁপে ওঠে ঠোঁট মানবিক দ্বন্দ্বে।