শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

মুনতাহা হত্যার আসামির মৃ ত্যু

প্রতিবেদক
newsupload
নভেম্বর ১৬, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলার প্রধান আসামি শামীমা আক্তার মার্জিয়ার নানি কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কানাইঘাট ২ নম্বর সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে তার মৃত্যু হয়।কুতুবজান বিবি তার ছোট ভাই ওলিউর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। বাদ যোহরের নামাজ শেষে কুতুবজানের জানাজা ও এরপর তাকে দাফন করা হয়।

কানাইঘাট সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সেলিম আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের আগেই মার্জিয়াকে আটক করা হয়। এরপর খালে পুঁতে রাখা মরদেহ অন্যত্র সরিয়ে নেওয়ার সময় আলীফ জান ও কুতুবজানকে আটক করে পুলিশ। পরে তার বয়স বিবেচনায় ইউপি সদস্য হিসেবে আমার জিম্মায় দেয় পুলিশ। কিন্তু যে ঘরে মেয়ে আলীফ জান ও নাতনি মার্জিয়ার সঙ্গে তিনি থাকতেন। ওই ঘরটি বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে ফেলে আগুন ধরিয়ে দেয়। যে কারণে তাকে ভাইয়ের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানে বার্ধক্যজনিত কারণে কুতুবজানের মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, কুতুবজান শিশু মুনতাহা হত্যা মামলার আসামি নন। তাকে থানায় নিয়ে আসা হলেও বয়স বিবেচনায় পরে ছেড়ে দেওয়া হয়। জানতে পেরেছি আজ সকালে তিনি মারা গেছেন।

শিশু মুনতাহা হত্যা মামলায় চার আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা কানাইঘাট পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া।

আসামিরা হলেন- মুনতাহার প্রতিবেশী সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান বিবি ও তার মা মেয়ে সাবেক গৃহ শিক্ষিকা শামিমা বেগম মার্জিয়া, প্রতিবেশী মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম ও সৈয়দুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ