বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

নভেম্বর সিলেটের সড়কে ঝরল ৩২ প্রাণ

প্রতিবেদক
ekhonsongbad
ডিসেম্বর ৫, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ

নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়কে ২৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ৩৪ জন।
নিহতদের মধ্যে ১৭ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।
নভেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, তিনজন আহত হন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৯ জন আহত হন এবং হবিগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হন।
নভেম্বরে বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন মোটরসাইকেল আরোহী, ৯ জন সিএনজি চালিত অটোরিকশাচালক, লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিহত ৩২ জনের ২৪ জনই পুরুষ, ৫ জন নারী এবং শিশু রয়েছে ৩ জন।
নিরাপদ সড়ক চাই–এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও নিসচা সিলেটের সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বিভাগীয় কমিটি।
এর আগে গত অক্টোবরে নিসচা সিলেট বিভাগীয় কমিটির দেওয়া তথ্যমতে, চার জেলায় ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছিলেন।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ