সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

প্রতিবেদক
newsupload
নভেম্বর ২৫, ২০২৪ ১:২২ অপরাহ্ণ

ঢাকার উত্তরার আজমপুরে একটি কনটেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

আজ সোমবার ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে তিনি বলেন, কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে।

তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু ট্রেনের আধাঘণ্টা, ৪০ মিনিট বা এক ঘণ্টার মতো বিলম্ব হচ্ছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার।

আনোয়ার হোসেন আরও বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। কিছু সময়ের মধ্যে লাইন হয়তো ঠিক হয়ে যাবে।’

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ