বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

নিঃসঙ্গতা সঙ্গী হোক বই

প্রতিবেদক
newsupload
নভেম্বর ২০, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

তাসলিমা খানম বীথি  :
বই পড়া অভ্যাস ছোটবেলা থেকেই। যখন সুযোগ পেয়েছি পড়েছি। বই শেষ না হওয়া পযন্ত এক ধরনের অস্থিরতা অনুভব করি। এখনো তাই। কাজের ব্যস্ততা যতই থাকুক বই পড়তেই হবে। তবে ইদানিং বই সঙ্গী হতে এক পৃষ্টা হলেও পড়ার চেষ্টা করি। এই অভ্যাসে তীব্রতা বাড়ছে। দুদিন কাজের ব্যস্ততা পড়তে না পাড়া মনে হলো বই কাছ থেকে দূরে চলে আসছি। অনুভব করছি কখন বই পৃষ্টা চোখ পড়বে।
মানুষ চাইলেই যে কোন অভ্যাসে নিজেকে অভ্যস্থ করতে পারে। তাই মানুষ হিসেবে ভালো কাজে অভ্যাস পরিণিত করা উচিত বলে মনে করি। আপনি যদি বই পড়ুয়া হন তাহলে পরিবারে ছোট বড় সবার মাঝে এটি ছড়িয়ে পড়বে। যেমনটা আমার ঘরে ছোট বোনেরা বই পড়ছে।
নিয়মিত বই পড়লে মনের চোখ খুলে যায়। এতে মানসিক প্রশান্তিও হয়। এ কারণে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে নিয়মিত বই পড়ুন।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ