মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ১৯, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে র‍্যাব ও পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরের এয়ারপোর্ট ও মধুশহীদ এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এক অভিযানে তাদের আটক করে।
এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।
অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার (১৮ নভেম্বর) সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহসভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বেই দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়।
মিছিলে ‘সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাঁটি, অবৈধ আইসিটি কোর্ট, জনগণ মানে না, হত্যাকারী খুনী ইউনূসের ফাঁসি চাই’ সংবলিত ব্যানারে স্লোগান তুলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ