রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

সোনার দাম কমেছে

প্রতিবেদক
newsupload
নভেম্বর ৩, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ার জেরে সোনার দাম কিছুটা কমেছে বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৭৭ ডলার ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছিল।

এদিকে আজ রবিবার বেলা ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলারে অবস্থান করে বলে জানা গেছে।

সাধারণত বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় এদেশেও যেকোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম কমতে পারে। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম নির্ধারণের সঙ্গে দেশের বাজারেও এর দাম সমন্বয় করা হয়ে থাকে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বাজুসের সর্বশেষ উল্লিখিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সেই সময় দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বলে বিবেচিত হয়েছিল। সেই সঙ্গে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ