শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

ভালোবাসার সনেট কবিতা তোমায় হারাই

প্রতিবেদক
newsupload
নভেম্বর ১৬, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

জাকারিয়া জাকির :
তোমার চোখের গভীরতায় হারাই আমি,
যেন নক্ষত্র ভরা আকাশের পানে চাই।
তোমার হাসির স্পর্শে মুছে যায় গ্লানি,
জীবনের ছন্দ তুমি বুজে উঠো নাই।
প্রভাতের সূর্যে তবু তোমার প্রতিচ্ছবি,
পাহাড়ের চূড়ায় যেন তোমার নাম।
তোমার ছোঁয়া বয়ে আনে ফুলের সুরভি ,
তোমার কণ্ঠে মেলে জীবনের গান।
তব স্মৃতি সঙ্গী হয় প্রতিটি প্রহরে,
তোমার জন্যই জীবন মধুর মনে হয়।
তোমার প্রেমের নীলে ভেসে যাই সাগরে,
তোমায় কাছে পেতে মন কাঁদে শুধু ভয়।
তবু জানি, এই প্রেম অনন্ত সময়ে,
তোমার ছোঁয়া ধরা দেবে চির অসময়ে।
তোমার হৃদয়ের গভীরতায় হারাই আমি,
যেন সন্ধ্যাতারার নীলে ঝলমলে।
তোমার হাসিতে ভাঙে মনের সব গ্লানি,
জীবনের সুর তুমিই বাঁধো নির্ভুলে।
তোমার ছোঁয়ায় জাগে হৃদয় জোয়ার,
পাহাড়ের চূড়ায় ফুটে তোমার নাম।
তোমার সুরভি ছড়ায় বসন্তের পার,
তোমার ছায়ায় মেলে জীবন অবিরাম।
তোমায় ছাড়া দিনগুলো হয় রিক্ত শূন্য,
তোমার স্মৃতি আঁকড়ে বাঁচে মলিন প্রাণ।
তোমার প্রেমে বেঁধেছি স্বপ্নের ঘর,
তোমার আশায় বুকে রাখি নতুন গান।
তবু জানি, এই প্রেমের ঢেউ চিরকাল,
তোমার ছোঁয়ায় ভাসি, হারাই অনন্তকাল ।
জাকারিয়া জাকির
টরেন্টো, কানাডা

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ