রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

বেতন ভাতা আদায়ের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ৩, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

বকেয়া বেতন ভাতা আদায়ের দাবিতে ফের আন্দোলেন নেমেছে চা শ্রমিকরা। রবিবার (৩ নভেম্বর) সিলেটের বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেন লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকরা।

জানা যায়, দীর্ঘ ৮সপ্তাহ থেকে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দফায় দফায় আন্দোলনে নামার পরও কোনো সমাধান না পাওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন তারা। গত রোববার সিলেট বিমানবন্দর সড়ক প্রায় দেড় ঘন্টা সময় অবরোধ করে রাখেন তারা। পরে দুই দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।  এক সপ্তাহ অপেক্ষা করেও কোনো সমাধান না আসায় পুনরায় আন্দোলনে নেমেছেন চা-শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছেন, বেতন ভাতা না পাওয়ায় তাদের পরিবার চালাতে অনেকটা কষ্ট হচ্ছে। গত দুর্গাপূজার আগে থেকেই তাঁদের মজুরি ও বোনাসের দাবিতে আন্দোলন চললেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হচ্ছেনা।

ন্যাশনাল টি কোম্পানীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান বলেন, বেতন ভাতার সমস্যা চা শ্রমিকদের মতো আমাদেরও বন্ধ রয়েছে। তবে শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ