বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

র‍্যাবের জালে ‘শুটার’ আনসার ও নাঈম গ্রেপ্তার

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ৭, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর জালে আটক বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্রসহ ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)।
বুধবার (৬ নভেম্বর) সিলেটের ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করে র‌্যাব।
আটককৃত ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল মহানগরীর সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে এবং মো. আমিনুল ইসলাম নাঈম ইসলামপুর কলোনী মেজরটিলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। গত ২৮ আগস্টে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি তারা। তবে ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেফতারকৃত দু’জনকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ