মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

মা হচ্ছেন অভিনেত্রী সানা খান

প্রতিবেদক
newsupload
নভেম্বর ২৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে রূপালী পর্দার জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এরপর দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

গত বছরের জুলাই মাসে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। সেই সময় পুত্রসন্তানের মা হন তিনি। এবার তার দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন বলিউডের এ প্রাক্তন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এ সুখবর জানিয়েছেন।

সানা তার পোস্টে লিখেছেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন যেন শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।’

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেছেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।’

তিনি আরও বলেন, ‘কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে?’

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। সানা বিগ বস ৬ এবং সালমান খানের ছবি ‘জয় হোতে’ অভিনয়ের জন্য সেই সময় দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ