শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

পাঠাভ্যাসের মাধ্যমে লেখকের চিন্তা ও মননের প্রসারিত হয়

প্রতিবেদক
newsupload
নভেম্বর ১৬, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ

লেখালেখির সঙ্গে যারা সম্পৃক্ত কিংবা যারা লেখক হতে চান তাদের অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ে লেখক হওয়া যায় না। পাঠাভ্যাসের মাধ্যমে লেখকের চিন্তা, চেতনা ও মননের জগৎ প্রসারিত হয়। তাই সাহিত্যচর্চায় সম্পৃক্ত ব্যক্তিবর্গের বই পড়ার কোনো বিকল্প নেই। ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২১৪তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে সম্মানিত অতিথির বক্তব্যে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর কবি পলিয়ার ওয়াহিদ উপরোক্ত কথা বলেন।
গতকাল (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি ও কলামিস্ট সালেহ আহমদ খসরু, কবি ও কথাসাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক, কবি আমেনা শহীদ চৌধুরী মান্না ও ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার।
ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় আসরে লেখা পাঠে অংশ নেন সিরাজুল হক, ছয়ফুল আলম পারুল, শান্তা কামালী, মুন্নি আক্তার, তাসলিমা খানম বীথি, আব্দুস সামাদ, কামাল আহমদ, মো. কয়েছ মিয়া, সোলেমান রাসেল, শিব্বির আহমদ, নাঈম উদ্দিন, খুবাইব আহমদ, মো. আশিকুর রহমান রানা, বাবুল খান মুন্না প্রমুখ। গান পরিবেশন করেন শেখ সারফুদ্দিন, ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী রুবেল ও মো. সাজিদুর রহমান। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক। সেরা লেখক মনোনীত হন আব্দুস সামাদ।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ