কেমুসাসের বইমেলা শুরু হচ্ছে। ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, বিকেল ৩টায় শুরু হবে ‘অষ্টাদশ কেমুসাস বইমেলা ২০২৪’। চলবে ১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সা’দাত খান নিবেদিত এই বইমেলা উপলক্ষে প্রতিদিন থাকবে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। কেমুসাস অফিসে এসে প্রতিযোগিতার ফরম রেজিস্ট্রেশন করতে হবে।
বইবিক্রির পাশাপাশি আমাদের মেলা হয়ে উঠুক লেখক-পাঠক, কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সাহিত্য আড্ডার প্রাণকেন্দ্র।
‘অষ্টাদশ কেমুসাস বইমেলা ২০২৪’-এ সকলের আন্তরিক অংশগ্রহণ কামনা করা হচ্ছে।