শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

জার্মানির গণতন্ত্র নিয়ে জার্মানদের সন্তুষ্টি কমেছে

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ১৫, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

১০ জনের মধ্যে নয় জন জার্মান নাগরিক তাত্ত্বিকভাবে গণতন্ত্রকে সমর্থন করেন। তবে বর্তমানে নিজ দেশে গণতন্ত্র যেভাবে কাজ করছে তা বিবেচনায় নিলে সংখ্যাটি অর্ধেকেরও নীচে নেমে যায়।
বুধবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
লাইপজিশ অথোরিটারিয়ান স্টাডিতে দেখা গেছে জার্মান ফেডারেল প্রজাতন্ত্রে গণতন্ত্র যেভাবে কাজ করে তাতে তারা সন্তুষ্ট কিনা জানতে চাইলে মাত্র ৪২.৩ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে। দুবছর আগেও হারটি ছিল ৫৭.৭ শতাংশ। ২০০৬ সালে গবেষক অলিভার ডেকার এবং এলমার ব্রাহলার এই প্রকল্পটি চালুর পর এটিই সর্বনিম্ন৷ দেশের পূর্বাঞ্চলের মাত্র ২৯.৭ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছে।
তবে পশ্চিমে এই হার ৪৫.৫ শতাংশ। সমীক্ষা অনুসারে, জার্মানি অনিশ্চিত উন্নয়নের মুখোমুখি হচ্ছে। তবে গবেষকরা মনে করছেন, যদিও অনেক জার্মান নাগরিক গণতন্ত্রের বিষয়ে সন্দিহান, তবুও কর্তৃত্ববাদ বা চরম ডানপন্থা তাদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
গবেষণায় বলা হয়েছে, বাস্তবতা থেকে দূরে থাকার একটি প্রবণতা রয়েছে, যা আসলে কুসংস্কার, ষড়যন্ত্র তত্ত্ব এবং অস্পষ্টতা (এসোটারিছিসম) খুঁজে পায়। গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মোট দুই হাজার ৫০০ মানুষের সাক্ষাৎকার নেয়া হয়।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ