বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

ভারতকে যে বার্তা দিলেন আফ্রিদি

প্রতিবেদক
newsupload
নভেম্বর ১৪, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা চলছেই। যেখানে আয়োজক দেশ পাকিস্তানে সফর না করার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। এই কারণে এমন ধারণাও করা হচ্ছে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে আয়োজিত হতে পারে। ভারত দলের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টির লিখিত আইসিসির কাছে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসি দীর্ঘ প্রায় ছয় বছরেরও বেশি সময় পর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে। কিন্তু আগামী ফেব্রুয়ারির সে টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে সন্দেহ জাগছে। সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি তাই এগিয়ে এলেন এই সংকটে। ভারতের দিকে বার্তাও পাঠিয়েছেন।

গতকাল এক্স-এ (সাবেক টুইটার) একটি বিশাল বার্তা দিয়েছেন আফ্রিদি। বৈশ্বিক একটি টুর্নামেন্টের আগে এমন অনিশ্চয়তা নিয়ে আফ্রিদি লিখেছেন, ‘ক্রিকেট খুবই জটিল এক পালাবদলের অপেক্ষায়, সম্ভবত সত্তরের দশকের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার। এখনই সময় নিজেদের মতপার্থক্য একপাশে সরিয়ে এই খেলার মাধ্যমে নিজেদের এক করার।’

তিনি আরও লিখেছেন, ‘অলিম্পিকের মাহাত্ম্যে একসময়ের বিভাজিত দেশগুলো যদি এক হতে পারে, তাহলে ক্রিকেটে- চ্যাম্পিয়নস ট্রফিতে কেন তা সম্ভব হবে না? এই খেলার দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিজেদের অহম সরিয়ে খেলার উন্নয়ন ও স্পিরিটে মনোযোগ দেওয়া আমাদের দায়িত্ব।’

ভারত সরকার পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে নিজেদের কঠোর অবস্থান থেকে সরার কোনো ইঙ্গিত দিচ্ছে না। কিন্তু আফ্রিদি আশাবাদী, ‘আমি আশা করি চ্যাম্পিয়নস ট্রফিতে সব দলকে পাকিস্তানে দেখব, আমাদের উষ্ণতা ও মেহমানদারি উপভোগ করবে তারা এবং মাঠের পারফরম্যান্সের মতো অবিস্মরণীয় সব স্মৃতি নিয়ে ফিরবে।’

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ