সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

প্রিয়তম

প্রতিবেদক
newsupload
নভেম্বর ৪, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

তাসলিমা খানম বীথি :
হেমন্ত নির্জন বিকেলে
তোমার অপেক্ষায় চায়ে কাপে চুমুক দেই।
ইতিমধ্যে সূর্যটা ডুবতে শুরু করেছে
গৌধুলী শেষ হতে চলল।
কার্তিক-অগ্রহায়ণ বাংলার বুকে ঋতুকন্যা
তুমিবিহিন হেমন্ত আসে।
শেষ বিকেলে নীল আকাশের ডানা ঝাপটা পাখির মতই
জানান দেয় কেউ কারো নয়।
তবুও অপেক্ষা প্রহর কাটে বেলা অবেলা।
চায়ের কাপে মুখামুখি বসা হয় না দু’জনার
চোখে চোখ রেখে বলা হয় না ভালোবাসি।
সমুদ্রের ধারে সূর্যোদয় দেখব বলে।
যোযন যোযন দূরত্ব থেকেও
আষাঢ় শ্রাবন, শরৎ, হেমন্ত আর বসন্ত মতই
ক্লান্ত তনুমন, তবুও মনে রেখো
তোমার অপেক্ষা হে প্রিয়তম।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ