মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

ইমরান-পড়শীর ‘কথা একটাই’

প্রতিবেদক
ekhonsongbad
ডিসেম্বর ১০, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

সংগীত ক্যারিয়ারে একসঙ্গে বহু গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও পড়শী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে এই সংগীত জুটির নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ‘কথা একটাই’ গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান। রাজধানীর অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। গানটি নিয়ে আশাবাদী ইমরান-পড়শী দুজনেই।
গানটি নিয়ে পড়শী বলেন, ইমরান এবং আমি যতগুলো গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন প্রত্যাশা নিয়ে ‘কথা একটাই’ গানটি করা। মনে হচ্ছে যে এবারও আমাদের দ্বৈত গানটি ভালো লাগবে শ্রোতা দর্শকের।
অন্যদিকে ইমরান বলেন, পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সে কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি। আজ মুক্তি পাচ্ছে গানটি, আশা করছি সবার ভালো লাগবে।
প্রসঙ্গত, ইমরান-পড়শীর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ ইত্যাদি।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ