সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

বিসিএসে কমছে আবেদন ফি

প্রতিবেদক
ekhonsongbad
ডিসেম্বর ২, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

প্রতিষ্ঠিত হতে কে না চায়। আর এ প্রতিষ্ঠিত হওয়ার দৌঁড়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই চায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হতে। এ ক্ষেত্রে তাদের লক্ষ্য থাকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এবার তাদের জন্য সুখবর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব ঠিক থাকলে ৪৭তম বিসিএস থেকেই কমে যাবে এ পরীক্ষার আবেদন ফি। নেমে আসবে অর্ধেকে।
সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।
বিষয়টি নিশ্চিত করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগিরই এটি কার্যকর হবে।
এর আগে, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি সেই ফি কমানোর ঘোষণা দেয়।
ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ