সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

প্রথম বই পৃথিবীর সবচে সেরা অনুভুতি

প্রতিবেদক
newsupload
নভেম্বর ২৫, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

তাসলিমা খানম বীথি :
প্রথম বই বের করার অনুভুতি ভাষায় প্রকাশ করার মত কোন শব্দ খোঁজে পাওয়া অনেক কঠিন। কিছু লিখতে মনে হচ্ছে স্বর্গীয় অনুভুতি। মানুষের জীবনে প্রথম সন্তানের প্রতি যে আবেগ কাজ করে সেটি ঠিক প্রথম বইয়ের প্রতি মনে হয় প্রত্যেক লেখকের কাছে এই অনুভুতি হৃদয়ে সমস্ত আবেগ জড়িয়ে থাকে নিজের মেধা সন্তান প্রথম গ্রন্থর প্রতি। যেহেতু আমি সিঙ্গেল তাই মা হওয়ার অনুভুতি জানা নেই। কিন্তু নিজের গ্রন্থ অনুভুতি প্রথম সন্তানের মতই।
২.আমার লেখক জীবনে প্রথম বই ‘সাতাশ কিলোমিটারের দাম্পত্য” যেমন পাঠকমহলে সাড়া জাগিয়েছে আলোড়িত করেছে তেমনি আমার হৃদয়ে প্রতিমুহুর্তে আলোড়ন করতো এই ভেবে আরো লিখি। নতুন কিছু জানতে লিখতে পড়তে প্রতিদিন তাগিদ অনুভব করি নতুন বই বের করার। প্রথম বইয়ের অনুভুতি পৃথিবীর সবচে সুন্দর মনোমুগ্ধকর অনুভুতি1 মেঘে মেঘে অনেক বেলা, লিখতে লিখতে অনেক লেখা জমাছে। বই পড়া, লেখা আর বই বের করার তাড়িয়ে বেড়াচ্ছে।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ