শনিবার , ২৩ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

দুই সাগরের মধ্যকার

প্রতিবেদক
newsupload
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ

তাইসির মাহমুদ :
পাশাপাশি প্রবাহমান দু’টো সাগর । একটির পানি মিঠা, অপরটির লোনা । উত্থাল তরঙ্গের মধ্যেও একটির পানি অন্যটির সাথে মিশেনা ।
দুই সাগরের মধ্যকার এই বিভক্তির বিষয়টি আবিস্কার করেছেন ফ্রান্সের প্রখ্যাত সমুদ্রবিজ্ঞানী জ্যাক ভি কোস্টা । তবে তা খুব বেশিদিন আগে নয় । ১৯৪২ সালে, আজ থেকে মাত্র ৮২ বছর আগে। আর এর আগে পৃথিবীর কোনো মানুষই তা জানতো না ।
তবে পবিত্র কুরআন বিষয়টি জানিয়ে দিয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে । সুরা-রাহমানের ১৯-২০ আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন: “মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। বাইয়নাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান” । অর্থাৎ, তিনি (আল্লাহ) পাশাপাশি দুই সাগর প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় (প্রাচীর) যা তারা অতিক্রম করে না।’
যারা পবিত্র কুরআনকে আল্লাহ তায়ালার বাণী বলে বিশ্বাস করেন না, যারা বলেন মুহাম্মদ (সাঃ) নিজেই কুরআন রচনা করেছেন, তাদের জন্য এখানে একটি বড় শিক্ষা। মাত্র ৮২ বছর আগে আবিস্কার হওয়া বিষয়টি ১৪০০ বছর আগে কিভাবে জানতেন মুহাম্মদ (সাঃ)?
রাসুল (সাঃ) তো ছিলেন নিরক্ষর। তখন তো আর সমুদ্র ভ্রমনের জন্য কোনো যানবাহন ছিলোনা। তাহলে রাসুল জানতেন কেমনে?
নাহ, তিনি জানতেন না। তাঁকে কুরআনের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ তায়ালা । সুতরাং, কুরআনের কথাগুলো আল্লাহর নিজের, নবীর বানানো নয় । বিজ্ঞানীর আবিস্কার সেটি পরিস্কার করে দিয়েছে।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ