শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

বিতর্কিত হলেন ‘টুয়েলভথ ফেল’-এর নায়ক

প্রতিবেদক
ekhonsongbad
নভেম্বর ৮, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

১৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে বহু আলোচিত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। আর ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হতে চলেছে। নির্বাচনের মুখে এই ছবি মুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় নির্মাতা একতা কাপুরকে। অনেকের অভিযোগ, এটি একটি প্রোপাগান্ডা ছবি। গতকাল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেছেন একতা কাপুর।
গতকাল মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির ট্রেলার। একতা কাপুর প্রযোজিত এই ছবির মূল চরিত্রে আছেন ‘টুয়েলভথ ফেল’ দিয়ে তুমুল প্রশংসা কুড়ানো অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির মাধ্যমে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের দুর্ঘটনার কথা তুলে ধরা হয়েছে। গোধরা স্টেশনের কাছে ভোরবেলায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৫৯ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তবে এটা নিছকই কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে ছিল এক গভীর চক্রান্ত। একতা জানান, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির মাধ্যমে সেই সত্য তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
নির্বাচনের মুখে এই ছবি মুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ছবিটি নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে। তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন একতা।
তিনি বলেন, ‘এ ছবির মুক্তির দিন অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। অনেক পরে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমরা নিশ্চয় গণনা করে জানতে পারিনি নির্বাচন কবে হবে। তাই নির্বাচনের সঙ্গে এ ছবির কোনো লেনদেন নেই। এ ছবিকে ঘিরে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে।’
একতা কাপুর আরও বলেন, তিনি সব ধর্মকে সম্মান করেন। সিনেমার মাধ্যমে কোনো ধর্মের মানুষকে লক্ষ্যবস্তু বানাতে চাননি। প্রকৃত দোষীদের মুখোশ খুলে দিতে চেয়েছেন।
একতার সুরেই কথা বলেছেন ছবির নায়ক বিক্রান্ত ম্যাসি। তাঁর ভাষ্যে, ‘আপনারা নির্বাচনের সঙ্গে ছবিকে মেলাবেন না। আমাদের দেশে (ভারতে) নির্বাচন আসে–যায়।’ তবে অভিনেতা স্বীকার করেন, এ ছবিতে অভিনয়ের জন্য তিনি একের পর এক হুমকি পাচ্ছেন।
‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে একতা বলেন, ‘না। আমরা এ ছবির জন্য মোদি বা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাইনি।’ তবে নরেন্দ্র মোদিকে এ সিনেমা দেখাতে চান বলেও জানান বলিউডের এই প্রভাবশালী প্রযোজক।

সর্বশেষ - জনপ্রিয় সংবাদ